ফুটবল

হিলালের বিপক্ষে হারলো মেসি-সুয়ারেজের মায়ামি

হিলালের বিপক্ষে হারলো মেসি-সুয়ারেজের মায়ামি
চোখে মুখে যেন রাজ্যের অন্ধকার নেমে এসেছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজের উপর। ক্ষণে ক্ষণে হারিয়েছেন মেজাজ, হয়েছেন উত্তেজিত। মেসিকে এমন ভারাক্রান্ত হয়ত অনেকদিনই দেখেননি তার সমর্থকরা। প্রীতি ম্যাচে হেরে আর্জেন্টাইন অধিনায়কের এমন মন খারাপ। কারণ হিসেবে অনুমেয়ভাবে বলা যেতেও পারে সম্প্রতি সৌদি প্রো লিগ এবং যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ। এই দুটি লিগের মধ্যে শ্রেষ্ঠত্বের বিতর্ক মেসির মনেও হয়তো উঁকি দিয়েছে! সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রশ্চিয়ানো রোনালদোর আইকনিক সেলিব্রেশন মুষড়ে দেয় মেসিকে। প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে মেসি-সুয়ারেজের ইন্টার মায়ামি এসেছে সৌদি আরবে। যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নেইমারের ক্লাব আল হিলালের বিপক্ষে। যদিও চোটের কারণে মাঠে থাকতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেললে অন্তত আরও একবার বার্সার ‘ত্রিরত্ন’কে এক সাথে মাঠে দেখা যেত। তবে কিংডম অ্যারেনায় আসা দর্শকদের পয়সা উশুল ঠিকই হয়েছে। ৭ গোলের রোমাঞ্চ তো আর হরহামেশাই দেখা মেলেনা। মেসি-সুয়ারেজকে হারতে দেখাও তো মনে রাখার মতো অভিজ্ঞতাই। খেলা শুরুর মাত্র ১৩ মিনিটেই মিত্রোভিচ ও আল হামদানের করা দুই গোলে এগিয়ে যায় আল হিলাল। এরপর মায়ামির ঘুরে দাঁড়ানোর চেষ্টায় প্রথম সাফল্য আসে সুয়ারেজের পা থেকে। ৩৪ মিনিটে দলীয় আক্রমণ থেকে মায়ামির হয়ে প্রথমবার বল জালে পাঠান এই উরুগুয়েন ফরোয়ার্ড। তবে ব্যবধান কমিয়েও হতাশা নিয়েই প্রথমার্ধ শেষে মাঠ ছেড়তে হয়েছে মেসি-সুয়ারেজকে। কারণ ৪৪ মিনিটে আল হিলালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মিচেলের গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-১ ব্যবধানে। বিরতির পর ভালোভাবেই ঘুরে দাঁড়ায় মায়ামি। ৫৪ মিনিটে পেনাল্টি থেকে ২০২৪ সালের প্রথম গোল তুলে নেন মেসি। তার এক মিনিট পরই রুইজের গোলে সমতায় ফেরে মায়ামি। রোমাঞ্চকর ম্যাচটি যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল তখনই মেসির মন আবারও খারাপ করে দেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম। আটাশি মিনিটে তার করা গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আল হিলাল।

এ সম্পর্কিত আরও পড়ুন হিলালের | বিপক্ষে | হারলো | মেসিসুয়ারেজের | মায়ামি