দেশজুড়ে

অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইন জুয়ারি চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, সদর ইউনিয়নের গদা গ্রামের কুদ্দুস আলীর ছেলে সুজন (২২), ঝরিয়ালের ছেলে লিটন (৩২), মজাকফার আলীর ছেলে নুরনবী (২৪),  দুরাকুটি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে অর্নব (১৮), মধ্যরাজিব গ্রামের ছাইয়াদুল ইসলামের ছেলে রফিক ইসলাম (১৫)। পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা অনলাইনে থাই জুয়ার সঙ্গে জড়িত আছে। প্রবাসীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে কোটি টাকা হাতিয়েছে। এ জুয়ারিরা দীর্ঘদিন যাবৎ অনলাইন ভিত্তিক ডিজিটাল জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ব্যবহৃত মোবাইল, কম্পিউটার, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, নকল ভিসা ও প্রতারণার বিভিন্ন সরঞ্জামসহ নগদ তিন লাখ ৫৬ হাজার টাকা জব্দ করা হয়। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত বলেন, অনলাইন জুয়ারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)  পলাশ চন্দ্র মন্ডল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

এ সম্পর্কিত আরও পড়ুন অনলাইন | জুয়ারি | চক্রের | ৫ | সদস্য | গ্রেপ্তার