রেসিপি

পেয়ারার চাটনি যেভাবে তৈরি করবেন

পেয়ারার চাটনি যেভাবে তৈরি করবেন
বাজার থেকে অনেকগুলো পেয়ারা কিনেছিলেন। দু’দিন ফ্রিজে থেকেই পেকে গিয়েছে। পাকা পেয়ারা বাড়ির পোষা পাখিটি ছাড়া কারও মুখেই রোচে না। কিন্তু পাখি একা আর কত পেয়ারা খাবে? ফেলে দেয়া ছাড়া তা হলে কি আর কোনও গতি নেই? রন্ধনশিল্পীদের কাছে এই ধরনের সমস্যার নানা রকম বুদ্ধি থাকে। ভারতীয় রন্ধনশিল্পী কুণাল কাপূর তার সামাজিক যোগাযোগ মাধ্যমে শিখিয়েছেন পাকা পেয়ারা দিয়ে কীভাবে চাটনি বানাতে হয়। তবে, সেই চাটনি একেবারেই মিষ্টি নয়। কিন্তু বাঙালিরা তো সবেতেই একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তাই মূল রেসিপি না বদলে টক-ঝাল-লবণেরর সঙ্গে সামান্য একটু চিনি যোগ করা হয়েছে।

উপকরণ

পাকা পেয়ারা: ২টি সর্ষের তেল: ১ চা চামচ পুদিনা পাতা: ১০-১৫টি আদা কুচি: ১ চা চামচ কাঁচা মরিচ: ১টি লেবুর রস: ২ টেবিল চামচ জিরে গুঁড়ো: আধ চা চামচ চাট মশলা: ১ চা চামচ বিট লবণ: স্বাদ অনুযায়ী চিনি: ১ চা চামচ পানি: আধ কাপ

প্রণালী

প্রথমে পেয়ারাগুলি ভাল করে ধুয়ে, মুছে নিন। তারপর সামান্য সর্ষের তেল গায়ে মাখিয়ে রাখুন। এবার রুটি সেঁকার জাল গ্যাসের উপর বসিয়ে পেয়ারাগুলি একটু পুড়িয়ে নিন। হয়ে গেলে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন। একটি পাত্রে পানি নিয়ে পেয়ারা গা থেকে পুড়ে যাওয়া খোসা ছাড়িয়ে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটেও রাখতে পারেন। ব্লেন্ডারে পেয়ারার টুকরো, লবণ, চিনি, পুদিনা পাতা এবং সব রকম মশলা দিয়ে ভাল করে ব্লেন্ড করে নিন। এবার চাটনিটি ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। না চাইলে রেখেও দিতে পারেন। ব্যস, হয়ে গেলো আপনার পেয়ারার চাটনি।   এসি//
 
View this post on Instagram
 

A post shared by Kunal Kapur (@chefkunal)

এ সম্পর্কিত আরও পড়ুন পেয়ারার | চাটনি | যেভাবে | তৈরি | করবেন