দেশজুড়ে

কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান, রেস্টুরেন্ট বন্ধ করে পালালো মালিকরা

কেয়ারি ক্রিসেন্ট ভবনে অভিযান, রেস্টুরেন্ট বন্ধ করে পালালো মালিকরা
অভিযানের খবরে ভবনের সব দোকান বন্ধ করে সরে পড়লো ধানমন্ডির কেয়ারি ক্রিসেন্ট থাকা রেস্তোরাঁ মালিকরা। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয়েছে নোটিশ। সেখানে লেখা রয়েছে সব রেস্টুরেন্ট বন্ধ করার ঘোষণা। তবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে ওই ভবনের তিনজনকে। সোমবার (৪ মার্চ) দুপুর ২টা ৫০ মিনিটের  দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে অভিযান চালানো হয় রাজধানীর ধানমন্ডি এলাকায় টুইন পিক টাওয়ারে। অফিসের জন্য অনুমোদিত এই ভবনে অবৈধভাবে চালানো হচ্ছে রেস্টুরেন্ট ও ফুডকোর্ট। পাশাপাশি রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের একটি রুফটপ রেস্তোরাঁ ভেঙে দেয় রাজউক। উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হয়। ঘটনার পরে ঢাকা শহর জুড়ে আবাসিক ভবনে অবৈধ রেস্টুরেন্ট উচ্ছেদে শুরু হয় অভিযান। এনএস/

এ সম্পর্কিত আরও পড়ুন কেয়ারি | ক্রিসেন্ট | ভবনে | অভিযান | রেস্টুরেন্ট | বন্ধ | করে | পালালো | মালিকরা