দেশজুড়ে

রুমা-থানচিতে সাঁজোয়া যান মোতায়েন

রুমা-থানচিতে সাঁজোয়া যান মোতায়েন
কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় মোতায়েন করা হয়েছে চারটি সাঁজোয়া যান। সোমবার (৮ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমি। গেলো মঙ্গলবার (২ এপ্রিল) রাতের ঘটনার পর উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবানে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি প্রধান, আনসার প্রধান, পুলিশ প্রধান। সর্বশেষ রোববার বান্দরবান পরিদর্শন করেন সেনাপ্রধান। তারা নিরাপত্তা বাহিনীকে বেশ কিছু নির্দেশনা দেন। তাদের নির্দেশনা অনুযায়ী এসব সাঁজোয়া যান মোতায়েন করা হয়েছে। বান্দরবান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমি বলেন, উপজেলাগুলোতে উদ্ভূত পরিস্থিতিতে চলমান অভিযানের অংশ হিসেবে চারটি সাঁজোয়া যান (এপিসি) আনা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় আরও বাড়ানো হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় সাঁজোয়া যানগুলো রুমা-থানচি উপজেলায় ব্যবহার করা হবে। উল্লেখ্য গেলো (২ এপ্রিল) পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) শতাধিক অস্ত্রধারী রাত সাড়ে ৯টার দিকে এসে রুমা উপজেলার ইউএনও অফিসসংলগ্ন মসজিদ ও ব্যাংক ঘেরাও করে। তারা সোনালী ব্যাংকের টাকাসহ ডিউটিরত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। তারা যাওয়ার সময় রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকেও অপহরণ করে।

এ সম্পর্কিত আরও পড়ুন রুমাথানচিতে | সাঁজোয়া | যান | মোতায়েন