আন্তর্জাতিক

ইরানে পাল্টা হামলার বিষয়ে যা জানালো বাইডেন

ইরানে পাল্টা হামলার বিষয়ে যা জানালো বাইডেন
গেলো কিছু দিন আগে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছিলো ইসরাইল। আর এই হামলার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তশালী দেশ ইরান গেলো শনিবার রাতে নজিরবিহীন হামলা চালায় ইসরাইলে। হামলার সময় ইসরাইলকে লক্ষ্য করে দেশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে যুক্তরাষ্ট্র এই বার্তাও দিয়েছে যে, ইসরায়েল যদি ইরানে পাল্টা আক্রমণ করতে চায়, তা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে এই অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে পাল্টা হামলার শঙ্কায় সর্তকবস্থানে রয়েছে দেশটি। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস ও সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি কোনো পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র অংশ নেবে না।    

এ সম্পর্কিত আরও পড়ুন ইরানে | পাল্টা | হামলার | বিষয়ে | জানালো | বাইডেন