ক্রিকেট

জানা গেল বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময়

জানা গেল বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময়
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর দল ঘোষণা আরও একদিন পেছাল। আগামীকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানা যায়। দলে কারা থাকবেন এবং কাদের থাকার সম্ভাবনা নেই- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে। যেখানে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার জন্য সেরা ১৫ জনের নাম জানা যাবে। ইতোমধ্যে তাসকিন আহমেদকে নিয়ে একটি নতুন শঙ্কা জেগেছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে চোট পেয়েছিলেন। যার ফলে খেলা হয়নি পঞ্চম ম্যাচটি। তাসকিনের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর তার ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে। তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হাসান শান্ত অধিনায়কের দায়িত্ব পালন করবেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের উপর নির্ভর করবে দলের বাকি সদস্যরা। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, সাথে আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার দল নির্বাচনে ভূমিকা রাখবেন। পাশাপাশি অধিনায়ক ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে এখানে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করবেন।   এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন জানা | বাংলাদেশের | স্কোয়াড | ঘোষণার | সময়