দেশজুড়ে

মিয়ানমারের সেনা বোঝাই দুটি ট্রলার ফিরিয়ে দিলো কোস্টগার্ড

মিয়ানমারের সেনা বোঝাই দুটি ট্রলার ফিরিয়ে দিলো কোস্টগার্ড
মিয়ানমারে চলমান সংঘর্ষের জেরে প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) বহনকারী দুটি ট্রলারকে  ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। বর্তমানে অর্ধশতাধিক বিজিপি সদস্য নিয়ে  ট্রলার দুটি নাফ নদীর মিয়ানমার অংশে ভাসছে। রবিবার (১৪ জুলাই) সন্ধ্যায় টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাট সংলগ্ন নাফ নদীতে দুটি কাঠের ট্রলার ফিরিয়ে দেয়া হয় বলে বায়ান্ন টিভিকে নিশ্চিত করেছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী। টেকনাফ-মিয়ানমার ট্রানজিট ঘাটে ঘুরতে আসা শরীফ চৌধুরী বলেন, বিকেলে জেটি থেকে মিয়ানমারের অভ্যন্তরে আগুনের ধোঁয়া দেখা গেছে। এ ছাড়া নাফ নদীর জেটিঘাটের পাশে দুটি কাঠের ট্রলারে বেশ কিছু বিজিপি সদস্য প্রবেশের চেষ্টা করলে কোস্টগার্ড বাধা দেয়। সীমান্তে দায়িত্বে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক  এক সরকারি কর্মকর্তা বলেন, মিয়ানমারে সংঘাত বাড়ছে। এ পরিস্থিতিতে নাফ নদীতে দুটি কাঠের ট্রলারে করে অর্ধশতাধিক  বিজিপিসহ দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য অনুপ্রবেশকালে বাঁধা প্রদান করা হয়। তাঁরা অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদীতে টহল জোরদার করেছি। টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, আজকেও সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। নতুন করে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। টেকনাফের ইউএনও বলেন, সীমান্তের বাসিন্দারা আজকেও ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়ার কথা বলেছেন। নাফ নদীর ওপারে আগুনের কুণ্ডলী দেখা গেছে। তাছাড়া এপারে সে দেশের কিছু বিজিপি সদস্য প্রবেশের চেষ্টা করছেন।  আইনশৃঙ্খলা বাহিনী যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারের | সেনা | বোঝাই | ট্রলার | ফিরিয়ে | দিলো | কোস্টগার্ড