আন্তর্জাতিক

ইমরান খানের দল নিষিদ্ধ নিয়ে পাকিস্তানকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র

ইমরান খানের দল নিষিদ্ধ নিয়ে পাকিস্তানকে যে বার্তা দিলো যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে(পিটিআই) নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির ক্ষমতাসীন সরকার। তবে শাহবাজ শরিফ সরকারের এই পরিকল্পনা ভালভাবে নিচ্ছে না যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার। বরং এ সিদ্ধান্তের বিরোধিতা করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে পাকিস্তান সরকারের এই পরিকল্পনায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। স্থানীয় সময় সোমবার(১৬ জুলাই) ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করেন পাকিস্তানি সাংবাদিক জলিল আফ্রিদি। তার প্রশ্ন ছিলো--‘আমার প্রথম প্রশ্ন হল ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পাকিস্তানের সর্বোচ্চ আদালতের অধিকাংশ বিচারক তাকে সমর্থন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতায় এক হাজার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে ৬০০ জন নিজেদের দোষ স্বীকার করেছেন। ৪০০ জনকে অভিযুক্ত করে তাদের শাস্তি দেওয়া হয়েছে। পাকিস্তানে রাজনৈতিক সহিংসতার এক বছরেরও বেশি সময় পর পাকিস্তানে একই ধরনের সহিংসতার জন্য আজ পররাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করা হয়েছে এবং আজ তাকে অভিযুক্ত করা হয়েছে।’ জলিল আফ্রিদি আরও জানতে চান, ‘ইমরান খানের রাজনৈতিক দল নিষিদ্ধ হচ্ছে এবং পাকিস্তান সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কংগ্রেসের প্রায় সব সদস্যই পাকিস্তান সরকারের পক্ষে কথা বলছে।  আপনাকে এই জিনিসগুলি দেড় বছর ধরে জিজ্ঞাসা করছি, এই একই প্রশ্নগুলি। কিন্তু সেখানে আপনি গণতন্ত্রের জন্য যে মন্তব্য করছেন, তা রাজনৈতিকভাবে করছেন না- কেন এমন হলো? প্রশ্ন হলো-পাকিস্তানের মতো মিত্র দেশের সঙ্গে রাজনৈতিক সহিংসতা বা গণতন্ত্র বা আইনের শাসন সংক্রান্ত বিষয়ে আপনাদের একই ধরণের অনুভূতি নেই কেন?’ জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমার মনে হয়  আপনি এই জায়গা  থেকে এই প্রশ্নটি অনেকবার করেছেন যেখানে আমি অবশ্যই বলেছি যে আমরা পাকিস্তানসহ যে কোনও দেশের রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করি। আমরা এর বিরুদ্ধে কথা বলেছি এবং এর নিন্দা করেছি। আমরা পাকিস্তান এবং বিশ্বের প্রতিটি দেশে আইনের শাসনকে সমর্থন করি। আমরা গণতান্ত্রিক নীতি এবং জনগণের মৌলিক মানবাধিকার এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখতে চাই। পাকিস্তানের বেলায়ও এটি সত্য, এটি বিশ্বের সর্বত্র সত্য। এটি এমন কিছু যা আমি একাধিক বার বলেছি।’ আমরা সরকারের দেওয়া প্রতিবেদন এবং বিবৃতি দেখেছি। আমরা বুঝতে পারি এটি একটি জটিল প্রক্রিয়ার সূচনা, তবে অবশ্যই একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।’ প্রেস ব্রিফিংয়ে জাহানজায়েব আলী নামে আরেক পাকিস্তানী সাংবাদিকের প্রশ্ন ছিল-পাকিস্তানের জাতীয় নির্বাচনের পর ব্যাপক কারচুপির অভিযোগে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেট উদ্বেগ প্রকাশ করে এবং অনিয়ম তদন্ত করার দাবি জানায়। এরই ধারাবাহিকতায় সুপ্রিম কোর্ট এখন ২০টি আসন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের হাতে তুলে দিয়েছে। কিন্তু এই ধরণের তদন্ত কী স্টেট ডিপার্টমেন্ট দেখছিল? জবাবে মার্কিন ডিপার্টমেন্ট অফ স্টেটের মুখপাত্র বলেন, ‘আমরা যেমনটি বলেছি, আমরা মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধাসহ সাংবিধানিক ও গণতান্ত্রিক নীতির শান্তিপূর্ণ সমুন্নত সমর্থন করি। আমরা আইনের শাসন এবং আইনের অধীনে সমান ন্যায়বিচার সহ গণতান্ত্রিক প্রক্রিয়া এবং বৃহত্তর নীতিগুলিকে সমর্থন করি।  যেহেতু সেই অভ্যন্তরীণ প্রক্রিয়াগুলি চলতে থাকলে আমরা এই সিদ্ধান্ত এবং পরবর্তী সিদ্ধান্তসহ আদালতের পরবর্তী পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করবো। প্রসঙ্গত, সোমবার(১৫ জুলাই) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে ইমরান খানের দল নিষিদ্ধ করার  ঘোষণা দেন।  তিনি জানান, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পিটিআইয়ের অস্তিত্ব রাখা যাবে না। এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন ইমরান | খানের | দল | নিষিদ্ধ | নিয়ে | পাকিস্তানকে | বার্তা | দিলো | যুক্তরাষ্ট্র