আর্কাইভ থেকে ফুটবল

গাভীর প্রশংসায় পঞ্চমুখ জাভি

গাভীর প্রশংসায় পঞ্চমুখ জাভি
তপ্ত মরুর বুকে গাভীর উত্তাপে যেন ভস্ম হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। এক গোলের পর দুই গোলে সহায়তা। যেন মাদ্রিদকে কষিয়ে এক ঘা লাগিয়ে দিলেন মাত্র ১৮ বছর বয়সী এই তারকা। আর তার এমন পারফর্ম্যান্সের পর প্রশংসায় পঞ্চমুখ বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। গাভীর মধ্যে না কি তিনি দেখতে পান সহজাত এক নেতার গুনাবলি। তার প্রশংসা করতে গিয়ে কখনোই নাকি ক্লান্ত হননা তিনি। গাভীর খেলা দেখলেই জাগে রোমাঞ্চ। তার পারফর্ম্যান্স ছড়িয়ে পরে গোটা দলেই। রোববার সৌদির রাজধানী রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে পরাজিত করার পর সাংবাদ সম্মেলনে এসব বলেন জাভি। আরও পড়ুনঃ  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ তিনি বলেন, “সে এমন একটা ছেলে, যাকে দেখে সবারই রোমাঞ্চ জাগে। সে যখন এভাবে লড়াই করে এবং পারফর্ম করে , সে যেভাবে খেলে মান-প্রাণ উজাড় করে,  যে মানসিকতার ছাপ রাখে, তা ছড়িয়ে পড়ে গোটা দলেই।” এখানেই থামেননি গাভী। তিনি আরও বলেন, “সে সহজাত এক নেতাও, যা তার কাছে স্বাভাবিকভাবেই আসে -- এবং মাত্র ১৮ বছর বয়সে এই বয়সেই সে অসাধারণ। আগেও অনেকবার বলেছি, আমি কখনোই ক্লান্ত হই না ওর প্রশংসায় আমি। তার মধ্যে কোনো সীমা নেই, ওকে ধরে রাখবেন না।”  

এ সম্পর্কিত আরও পড়ুন গাভীর | প্রশংসায় | পঞ্চমুখ | জাভি