আর্কাইভ থেকে ফুটবল

রোনালদোদের সাবেক কোচ দায়িত্ব নিলেন লেভানদোভস্কিদের

রোনালদোদের সাবেক কোচ দায়িত্ব নিলেন লেভানদোভস্কিদের
ফিফা কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজিত হয়ে পর্তুগাল বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সড়ে দাঁড়ান সান্তোস। রোনালদোদের দায়িত্ব ছেড়ে বেশিদিন অপেক্ষা করতে হয়নি তাকে। এবার তিনি পেলেন লেভানদোভস্কিদের দায়িত্ব। গত মাসে কাতার বিশ্বকাপে শেষ ষোল'র ম্যাচ থেকে পোল্যান্ডের বিদায়ের পর চাকরি হারান মিশিনিউইজ। পোল্যান্ড জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে ৬৮ বছর বয়সী সান্তোস সিজেসল মিশিনিউইজের স্থলাভিষিক্ত হয়েছেন।   নিজেদের ওয়েবসাইডে তাকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। চুক্তির আগের দিন টুইটারে সান্তোসের সঙ্গে কুলেসজা একটি ছবি পোস্ট করার মধ্য দিয়ে সব কিছুর আগাম ইঙ্গিত দেন। তিনি সেখানে লিখেছিলেন, ‘তোমার সঙ্গে নারোদোভি স্টেডিয়ামে কনফারেন্সে দেখা হচ্ছে।’ আরও পড়ুনঃ ম্যাচ জয়ের পরেও বিশ্বকাপ থেকে বিদায় টাইগ্রেসদের   লিসবনে জন্ম নেওয়া সান্তোস ২০১৪ সালের সেপ্টেম্বরে পর্তুগালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তার অধীনে পর্তুগাল প্রথমবারের মত বড় কোন শিরোপা হিসেবে ইউরো ২০১৬ জয় করে। এরপর জয় করে ২০১৯ সালে  নেশন্স লিগ। কিন্তু তার অধীনে পর্তুগাল ২০১৮ বিশ্বকাপে ও ২০২০ ইউরোর শেষ ষোল থেকে বিদায় নেয়। আরও পড়ুনঃ পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল ছাড়ার নির্দেশ পিসিবির

এ সম্পর্কিত আরও পড়ুন রোনালদোদের | সাবেক | কোচ | দায়িত্ব | নিলেন | লেভানদোভস্কিদের