আর্কাইভ থেকে দুর্ঘটনা

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে উদ্ধার করল পুলিশ

আত্মহত্যার প্রচেষ্টায় গায়ে আগুন লাগিয়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে রাজধানীর পল্লবী থানা পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটায় এক ব্যক্তি পল্লবীর সি-ব্লকের ১১ নম্বর সড়ক থেকে ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে অচেতন হয়ে রাস্তায় পড়ে আছে। ৯৯৯ সঙ্গে সঙ্গে বিষয়টি পল্লবী থানায় জানায়। 

পল্লবী থানার এএসআই ফয়সাল ৯৯৯-কে ফোনে জানান, তারা রাস্তা থেকে চল্লিশ বছরের বেশি অচেতন অগ্নিদগ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠিয়েছেন। আত্মহত্যার প্রচেষ্টাকারী ব্যক্তি বেকার ছিলেন এবং পারিবারিক সমস্যার কারণে হতাশাগ্রস্ত থাকায় এরকম পদক্ষেপ নিয়েছে।

পরে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আত্মহত্যা প্রচেষ্টাকারীর মা জানান, তার ছেলের জ্ঞান ফিরেছে, অবস্থা স্থিতিশীল রয়েছে তবে এখনও বিপদমুক্ত নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন গায়ে | আগুন | দিয়ে | আত্মহত্যার | চেষ্টা | ৯৯৯ | নম্বরে | ফোন | পেয়ে | উদ্ধার | করল | পুলিশ