আর্কাইভ থেকে এশিয়া

চীনে জিনজিয়াংয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু

চীনে জিনজিয়াংয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু

চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে চীন। এটি বিশ্ববাসীর কাছে গুরুত্বসহকারে তুলে ধরছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। আর জিনজিয়াংয়ের আড়ালে হারিয়ে যাচ্ছে তিব্বত ইস্যু।

১৯৫১ সালে পিপলস লিবারেশন আর্মি তিব্বত সীমান্তবর্তী চামদো শহর দখলের পর চীন এবং তিব্বত সপ্তদশ পয়েন্ট চুক্তি স্বাক্ষর করেছিল। এর মাধ্যমে তিব্বতের উপর চীনের সার্বভৌমত্বকে স্বীকৃতি এবং অঞ্চলটিকে স্বায়ত্তশাসন দেয় চীন। বিশেষজ্ঞরা বলছে, তিব্বত ও হংকং নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে শি প্রশাসন।

এক সপ্তাহের শুরুতে পাঁচ বছর কারাদণ্ডের পর মুক্তি পেয়েছেন তিব্বতিয়ান অধিকারকর্মী তাশি ওয়াংচুক। বিচ্ছিন্নতাবাদ উস্কে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জিনজিয়াংয়ের মতো তিব্বতিয়ানদের ওপরও চীন অত্যাচার চালাচ্ছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ৬০ বছরের বেশি সময় ধরে তিব্বতকে দখল করে রেখেছে চীন। হংকং, জিনজিয়াং-এর পাশাপাশি তিব্বত ইস্যুকেও গুরুত্ব দেওয়া উচিৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন চীনে | জিনজিয়াংয়ের | আড়ালে | হারিয়ে | যাচ্ছে | তিব্বত | ইস্যু