আর্কাইভ থেকে জাতীয়

আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা আগের সুযোগটা পাবে না

আসন্ন জাতীয় নির্বাচনে জঙ্গিরা আগের সুযোগটা পাবে না
আসন্ন জাতীয় নির্বাচনের সময় জঙ্গিদের তৎপরতা বৃদ্ধি পাওয়ার সুযোগ নেই। বললেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আসাদুজ্জামান বলেন, এ সময় আইনশৃঙ্খলা রক্ষাসহ নির্বাচনী সভা-সমাবেশের কারণে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে আইনশৃঙ্খলা বাহিনী। তাই জঙ্গিদের ধারণা, নির্বাচনের সময়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দিকে কম মনোযোগ দেবে। আগে এমনটা হয়েছে। তিনি বলেন, এখন আর জাতীয় নির্বাচনের সময় জঙ্গি তৎপরতা বাড়ার সুযোগ নেই। আগে জঙ্গিদের নিয়ে কাজ করতে পুলিশের স্পেশাল ইউনিট ছিল না। কিন্তু, এখন সিটিটিসির কাজই হলো জঙ্গিদের তৎপরতা নিয়ন্ত্রণে রাখা। তাই আসন্ন জাতীয় নির্বাচনের সময় জঙ্গিরা আগের সুযোগটা পাবে না। তিনি আরও বলেন, নতুন জঙ্গি সংগঠনটির নেতা শামিন মাহফুজ ওরফে শামিন পরিবার নিয়ে আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেপ্তার করা সম্ভব হলে জঙ্গি সংগঠনটি ভেঙে যাবে। সিটিটিসি প্রধান বলেন, এ ছাড়া পাহাড়ি উগ্রবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের অবস্থান এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন আসন্ন | জাতীয় | নির্বাচনে | জঙ্গিরা | আগের | সুযোগটা | পাবে