আর্কাইভ থেকে দেশজুড়ে

শিবচরে আগ্রাসী আড়িয়াল খাঁর ভাঙনে দিশেহারা মানুষ

শিবচরে আগ্রাসী আড়িয়াল খাঁর ভাঙনে দিশেহারা মানুষ

মাদারীপুরের শিবচরে বিভিন্ন নদনদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে শিবচরের আড়িয়াল খাঁ নদে ভাঙন দেখা দিয়েছে। আড়িয়াল খাঁ নদের পানি বৃদ্ধির ফলে তীব্র স্রোতে কলাতলা-শিরুয়াইল অংশে ফের ব্যাপক ভাঙন শুরু হয়েছে। গত তিনদিন ধরে আড়িয়াল খাঁ নদীর এই স্থানে তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন ভাঙনকবলিত সাধারণ মানুষ।

ভাঙনের কবলে পড়েছে রাস্তাঘাট, বসতভিটা ও ফসলি জমি। ভাঙনের হুমকিতে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, বসতবাড়ি, মসজিদ ও কবরস্থানসহ হাটবাজার। গত মাসে কলাতলা-শিরুয়াইল অংশের আড়িয়াল নদের ভাঙ্গন ঠেকাতে জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ড। জিও ব্যাগ ফেলেও রক্ষা করা যাচ্ছে না ভাঙন। ভাঙনকবলিত এলাকায় আরো জিও ব্যাগ ফেলে দ্রুত ভাঙন প্রতিরোধের অনুরোধ জানান।

ভাঙনকবলিত সাধারণ মানুষ বলেন, ভাঙ্গনের তীব্রতা অব্যাহত থাকলে ঝুঁকিতে থাকবে বহেরাতলা বাজার, স্কুল-কলেজ, কলাতলা বাজার, রাস্তাঘাটসহ ১০টি গ্রাম হুমকিতে পরবে প্রায় অর্ধশত বিঘা ফসলি জমি ইতোপূর্বেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমিগুলোতে ধান, পাট, মেসতা, আখসহ বিভিন্ন ফসল ফলানো হয়েছিল। ভাঙনকবলিতরা দাবী করেন যাতে অতি দ্রুত জিও ব্যাগ ফেলে ভাঙ্গন প্রতিরোধে। পাশাপাশি এলাকায় দ্রুত বেরিবাঁধ নির্মানের জোর দাবী জানান।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, আড়িয়াল খাঁ নদের ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া খুব দ্রুত শুরু হবে। তবে আপাতত জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন ঠেকানো হচ্ছে। যেখানে ভাঙন দেখা দিচ্ছে সেখানেই আমরা ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন শিবচরে | আগ্রাসী | আড়িয়াল | খাঁর | ভাঙনে | দিশেহারা | মানুষ