আর্কাইভ থেকে প্রবাস

ইতালিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

ইতালিতে প্রবাসীদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান

ইতালির উত্তর অঞ্চলের শহর ও তার পার্শ্ববর্তী লিগুরিয়া রিজিয়নভুক্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান করা হয়েছে। বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর আয়োজনে ও লাস্পেজিয়ার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এ সেবা দেয়া হয়।

সম্প্রতি স্থানীয় একটি হলরুমে করোনার স্বাস্থ্যবিধি মেনে প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে সেবা গ্রহণ করতে আসেন।

যেখানে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়ন, বিভিন্ন সার্টিফিকেট প্রদান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর মেম্বারশিপ সার্টিফিক, নো-ভিসা, পাসপোর্ট ও অন্যান্য ডকুমেন্ট ডেলিভারি সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান এর কর্মকর্তাদের উপস্থিতিতে কনস্যুলেট সেবার সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, আশরাফুল আলম সেলিম, জালালউদ্দিন, হোসাইন কবির মামুন, আবুল কালাম, আজাহার মিয়াসহ ওই অঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ইতালিতে | প্রবাসীদের | ভ্রাম্যমাণ | কনস্যুলেট | সেবা | প্রদান