আর্কাইভ থেকে ফুটবল

বার্নাব্যুতে নিজেদের গোলেই এল ক্লাসিকো হারলো রিয়াল

বার্নাব্যুতে নিজেদের গোলেই এল ক্লাসিকো হারলো রিয়াল
বল দখল কিংবা আক্রমণে বার্সেলোনার থেকে এগিয়ে থাকলেও সুবিধা করতে পারলো না রিয়াল মাদ্রিদ। উল্টো শুরুর দিকে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক মিলিতাওয়ের আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সেলোনা। শেষ পর্যন্ত সেই গোলেই জয় নিয়ে প্রথম লেগ শেষ করে জাভির দল। গতকাল বৃহস্পতিবার সান্তিয়াগো বার্নাব্যুতে (৩ মার্চ) বাংলাদশ সময় রাত দুইটায় কোপা দেল রে’র সেমি-ফাইনালের মুখোমুখি হয়ে স্প্যানিশ দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ম্যাচ শুরুর ১২ মিনিটে ভিনিসিয়াসের পাস থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে বল জালে পাঠাম করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত থাকতে হয় মাদ্রিদকে। ম্যাচের প্রথম দিকে সেভাবে বলই পাচ্ছিলেন না বার্সা খেলোয়াড়েরা। মাদ্রিদ বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। নিজেদের জালে নিজেরাই গোল দেয় তারা। থিবো করতোয়া ঠেকিয়ে দেওয়া বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সা। ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে রিয়াল। তবে আর গোল দেখা পায়নি লস ব্লাঙ্কোসরা। আত্মঘাতী ১-০ গোলেই জয় পায় বার্সেলোনা। এই নিয়ে টানা দুটি ক্লাসিকো জিতল তারা, জানুয়ারিতে রিয়ালকে হারিয়েই স্প্যানিশ সুপার কাপ জিতেছিল বার্সেলোনা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

এ সম্পর্কিত আরও পড়ুন বার্নাব্যুতে | নিজেদের | গোলেই | এল | ক্লাসিকো | হারলো | রিয়াল