আর্কাইভ থেকে এশিয়া

বিমানযাত্রীর পর এবার ট্রেনযাত্রীর গায়ে প্রস্রাব কান্ড

বিমানযাত্রীর পর এবার ট্রেনযাত্রীর গায়ে প্রস্রাব কান্ড
কদিন আগেই শোনা গিয়েছিলো বিমানযাত্রীর গায়ে প্রস্রাব করে দেয়ার কথা। সেই রেশ ফুরোতে না ফুরোতেই । আবার এক মহিলা ট্রেন যাত্রীর শরীরে প্রস্রাব করে দেয়ার অভিযোগ উঠেছে। গেলো রবিবার (১২ মার্চ) হাওড়াগামী আকাল তখত এক্সপ্রেসে এ ঘটনা ঘটায় এক মদ্য়প টিকিক পরীক্ষক। ওই মহিলা তাঁর স্বামীর সঙ্গে অমৃতসর থেকে ট্রেনে চেপে আসছিলেন। পথেই এই কাণ্ড! তবে ওই টিটিইকে জিআরপি পরে গ্রেফতার করেছে। শোরগোল পড়েছে এই ঘটনায়। ওই ট্রেনের শীততাপনিয়ন্ত্রিত কামরা এ-১ তে ছিলেন তাঁরা। ট্রেনটি অমৃতসর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। জিআরপি সূত্রে তেমনটাই জানা গিয়েছে। এদিকে ওই কামরায় আচমকাই মাঝরাতে চিৎকার শুরু করে দেন ওই মহিলা। তারপরই যাত্রীরা ওই মাতাল টিটিইকে ধরে ফেলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই টিটিইর নাম মুন্না কুমার। তিনি বিহারের বাসিন্দা। এদিকে ট্রেনটি যখন লখনউ স্টেশনে গিয়ে পৌঁছায় তখন ওই টিটিইকে জিআরপির হাতে তুলে দেয়া হয়। সূত্র জানায়, ট্রেনের কামরায় ঘুমিয়ে ছিলেন ওই মহিলা যাত্রী। তখন ওই টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন বলে অভিযোগ। মহিলার চিৎকার শুনে যাত্রীরা ছুটে চলে আসেন। এরপর মহিলার স্বামী ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। এরপর তাকে জিআরপির হাতে তুলে দেয়া হয়। ট্রেনটি লখনউয়ের চারবাঘ স্টেশনে পৌঁছলে তাকে জিআরপির হাতে তুলে দেয়া হয়। এদিকে ওই টিটিইকে আটক করা হয়। কেন সেই এই কাণ্ড ঘটাল তা নিয়ে প্রশ্ন উঠছে। তাকে আপাতত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে এনিয়ে চতুর্থবার এই ধরনের ঘটনা হল। এর আগে একাধিকবার বিমানের এক সহযাত্রী অপর সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। এনিয়ে ওই যাত্রীর বিরুদ্ধে কড়া ব্যবস্থাও নেয়া হয়েছে। এর আগে গেলো সপ্তাহে নিউ ইয়র্ক-নিউ দিল্লি আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইটে এক পুরুষ যাত্রী তার সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। গেলো ২৬ নভেম্বর নিউ ইয়র্ক দিল্লি এয়ার ইন্ডিয়ার বিমানে এক মহিলা যাত্রীর শরীরে অপর এক পুরুষ যাত্রী প্রস্রাব করে দিয়েছিলেন বলে অভিযোগ। তবে এবার একেবারে ট্রেনের টিটি মহিলা যাত্রীর গায়ে প্রস্রাব করে দিলেন অভিযোগ। এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। তবে মহিলার স্বামী অবশ্য় ওই টিটিকে হাতেনাতে ধরে ফেলেন। গোটা ঘটনাকে ঘিরে রেলযাত্রীদের সুরক্ষা ফের প্রশ্নের মুখে।

এ সম্পর্কিত আরও পড়ুন বিমানযাত্রীর | এবার | ট্রেনযাত্রীর | গায়ে | প্রস্রাব | কান্ড