আর্কাইভ থেকে ফুটবল

৭৫১ দিন পর হারলেন মেসি-এমবাপ্পেরা

৭৫১ দিন পর হারলেন মেসি-এমবাপ্পেরা
২০২৩ সালের শুরুটা কেন যেন একেবারেই ভালো যাচ্ছে না পিএসজি’র। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে আক্রমণে ভীতি ছড়িয়েছিলেন। তবে রেনের রক্ষণের দেয়াল ভাঙতে পারেননি। উল্টো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ রেনের বিপক্ষে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি জায়ান্টদের। গেলো জানুয়ারিতেই রেনের কাছে হেরেছিল পিএসজি। এটি এ মৌসুমে লিগে চতুর্থ হার।
মেসি, এমবাপ্পে
মেসি, এমবাপ্পে
রোববার (১৯ মার্চ) ঘরের মাঠে লিগ ওয়ানের ম্যাচে দুই অর্ধে দুই গোল হজম করেছে ক্রিস্তফ গালতিয়ের দল। ২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম নিজেদের মাঠ পার্ক দেস প্রিন্সেসে হার দেখল পিএসজি। দিনের হিসেবে সময়টা ৭৫১ দিন। ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। কিন্তু এর পরপরই (ম্যাচের ৪৫ মিনিটে) কার্ল তোকো একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। দ্বিতীয়ার্ধের শুরুতেই কালিমুয়েন্দু আরও বড় সর্বনাশ করেন পিএসজির। রেনেকে এগিয়ে দেন ২-০ গোলে।
এমবাপ্পে
এমবাপ্পে
এই হারে প্রতিদ্বন্দ্বী মার্শেইয়ের কিছুটা সুবিধাই হয়ে গেল। রেঁসের বিপক্ষে আজকের অপর ম্যাচ জিতলেই পিএসজির সঙ্গে তারা পয়েন্টের ব্যবধান ৭-এ নামিয়ে আনতে পারবে।

এ সম্পর্কিত আরও পড়ুন ৭৫১ | দিন | হারলেন | মেসিএমবাপ্পেরা