আর্কাইভ থেকে ঢালিউড

‘চমৎকার একটি আনন্দের খবর দিলেন জয়া’

‘চমৎকার একটি আনন্দের খবর দিলেন জয়া’
সিনেমা নিয়ে ভারতের গুরুত্বপূর্ণ উৎসবগুলোর অন্যতম একটি ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। দেশটির কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে উৎসবের ১৪তম আসর গেলো (২৩ মার্চ) শুরু হয়েছিল। এই উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগে মনোনয়ন পেয়েছিল বাংলাদেশের দুটি সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ ও ‘পাতালঘর’। আর তাতে তৃতীয় সেরা সিনেমার পুরস্কার জিতেছে জয়া আহসান অভিনীত ‘নকশীকাঁথার জমিন’। শুক্রবার (৩১ মিার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জয়া লেখেন, ‘চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও! ১৪ তম বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কম্পিটিশনে, বিখ্যাত সব সিনেমার সঙ্গে প্রতিযোগীতায় ছিল, জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকঁশী কাঁথার জমিন!’ তিনি লেখেন, ‘ইন্টারন্যাশনাল এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘নকঁশী কাঁথার জমিন’ সিনেমাটি তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগে সিনেমাটি ইউনেস্ক গান্ধী এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!’ প্রসঙ্গত, উৎসবটির এশিয়ান কম্পিটিশন বিভাগে চারটি পুরস্কার দেয়া হয়। প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও স্পেশাল জুরি মেনশন। এবার প্রথম সেরা সিনেমা হয়েছে দুটি। এগুলো হলো— ইন্দোনেশিয়ার কামিলা আন্দিনি নির্মিত ‘বিফোর, নাও অ্যান্ড দেন’ ও ইরানের সৈয়দ মর্তেজা ফাতেমির ‘মাদারলেস’। দ্বিতীয় সেরা পুরস্কার পেয়েছে শ্রীলঙ্কার সিনেমা ‘স্যান্ড’। আর যৌথভাবে তৃতীয় সেরা হয়েছে বাংলাদেশের ‘নকশীকাঁথার জমিন’ ও ভারতের ‘ভিরাতাপুরা ভিরাগি’।  সপ্তাহব্যাপী এ উৎসবের পর্দা নামে ৩০ মার্চ। সেদিন সমাপনী আয়োজনে ঘোষণা করা হয় পুরস্কার বিজয়ীদের নাম।

এ সম্পর্কিত আরও পড়ুন চমৎকার | আনন্দের | খবর | দিলেন | জয়া