আর্কাইভ থেকে এশিয়া

কাবা চত্বরে বৃষ্টিতে ভিজে তাওয়াফ করছে মুসল্লিরা

কাবা চত্বরে বৃষ্টিতে ভিজে তাওয়াফ করছে মুসল্লিরা
পবিত্র রমজানের মধ্যে অতিরিক্ত গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মক্কাকে অবস্থান করা মুসল্লিরা। অতিরিক্ত গরমের মধ্যেই ওমরা পালনের জন্য তারা কাবার চারপাশ প্রদক্ষিণ করেছিলেন। এ সময় মুষালধারে বৃষ্টি শুরু হয়। সোমবার (১০ এপ্রিল) সকাল থেকেই কাবা চত্বরে মুষালধারে বৃষ্টি হয়। রমজানের মধ্যে এরকম বৃষ্টি পেয়ে ওমরা পালনকে করতে যাওয়া অনেক মুসল্লি শুকরিয়া জ্ঞাপন করেন। কাবা চত্বরে মুষালধারে বৃষ্টি পড়ার একটি ভিডিও মক্কার টুইটারে টুইট করা হয়েছে। যেখানে ওমরা পালন কারীদের তাওয়াফ করতে দেখা যাচ্ছে। অনেকে আবার নামাজ আদায় করছেন। এরকম দৃশ্য দেখে অনেকে অভিভূত হয়েছেন। এদিকে পবিত্র রমজান মাসে কাবা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কাবার নিরাপত্তার দায়িত্ব থাকা সংস্থা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওমরা পালনকারীদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না। পবিত্র রমজানে বেশি সওয়াব পাওয়ার আশায় অনেক মুসল্লি ওমরা পালন করতে মক্কায় জড়ো হয়েছে। এ বছর ২৩ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হয়। আগামী ২১ এপ্রিল পবিত্র রমজান শেষ হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন কাবা | চত্বরে | বৃষ্টিতে | ভিজে | তাওয়াফ | করছে | মুসল্লিরা