আর্কাইভ থেকে ফুটবল

খ্যাপাটে উল্লাসে সমালোচনার জবাব দিলেন বাবর!

খ্যাপাটে উল্লাসে সমালোচনার জবাব দিলেন বাবর!
ক্যারিয়ারে সেঞ্চুরি তো আর এটি প্রথম নয়। তবে এমন খ্যাপাটে- পাগলাটে উল্লাস কি আগে দেখেছেন কখনো? নিয়মত রান পাওয়ার পরেও বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার কমতি ছিল না। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারাও বলেছেন ওপেনিং থেকে বাবরকে সরিয়ে দিতে। সেই সমালোচনার ঝাঁজ হয়তো লেগেছে বাবরের গায়ে। সেটা পরিষ্কার হয় ম্যাচ শেষে বাবরের সাক্ষাৎকারে। এমন উদ্যাপন কি সেসব সমালোচকের উদ্দেশে করেছেন ম্যাচ শেষে এমন প্রশ্নে বাবর হাসতে হাসতে জবাব দিলেন, ‘সেটা বলতেই পারেন।’ এরপর অবশ্য বলে উঠলেন, তিনি এসব সমলোচনা খুব বেশি মাথায় রাখেন না। দলের চাহিদা ও পরিস্থিতি অনুযায়ী খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাবরের তৃতীয় সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে এর চেয়ে বেশি সেঞ্চুরির মালিক শুধু রোহিত শর্মা (৪)। তবে অধিনায়ক হিসেবে এত সেঞ্চুরি নেই আর কারও। নেতৃত্বে থাকা কালীন দুটি করে সেঞ্চুরি আছে ভারতের রোহিত শর্মা ও সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। সেঞ্চুরিটাও অবশ্য বাবর পেয়েছেন থ্রীলার মুভির মতো করে। শেষ ওভার শুরুর সময় তার রান ছিল ৮৪। জিমি নিশামের করা ওভারের প্রথম বলে তিনি নেন সিঙ্গেল। রান পরের বলে ইফতিখার আহমেদ এক রান নিয়ে আবার স্ট্রাইক দেন বাবরকে। তৃতীয় বলটি পাঠিয়ে দেন সীমানার উপর দিয়ে। পরের বলে নেন ডাবল। এরপর শেষ দুই রানা বলে দারুণ দুটি শটে বাউন্ডারি মেরে পৌঁছে যান মাইলফলকে।

এ সম্পর্কিত আরও পড়ুন খ্যাপাটে | উল্লাসে | সমালোচনার | জবাব | দিলেন | বাবর