আর্কাইভ থেকে ক্রিকেট

ল্যাথাম-ইয়ংয়ে দ্বিতীয় দিনশেষে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

ল্যাথাম-ইয়ংয়ে দ্বিতীয় দিনশেষে শক্ত অবস্থানে নিউজিল্যান্ড

অভিষিক্ত শ্রেয়াস আয়ারের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৫ রানের ভালো সংগ্রহ করেছিলো ভারত। জবাবে দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১২৯ রান। জোড়া অর্ধশত করে অপরাজিত আছেন কিউই দুই ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ং। ল্যাথাম ৫০ রান ও ইয়ং করেছেন ৭৫ রান। 

৪ উইকেটে ২৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রেয়াস আয়ার ও রাবীন্দ্র জাদেজা। টিম সাউদি দিনের শুরুতেই জাদেজাকে ফিরিয়ে কিউইদের ভালো শুরু এনে দেন। এদিন কোন রান যোগ করার আগেই ব্যক্তিগত ৫০ রানে বিদায় নেন জাদেজা। 

আরও পড়ুন: লিটন-মুশফিকে প্রথম দিনে বাংলাদেশের রাজত্ব

ইনজুরির কারণে আজ বোলিং করেননি প্রথম দিনের সবচেয়ে সফল বোলার কাইল জেমিসন, তবে সাউদি ছিলেন দুর্দান্ত। ঋদ্ধিমান সাহাকে ১ রানের বেশি করতে দেননি, তবে অন্য পাশে অবিচল ও বিধ্বংসী মেজাজে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নেন আয়ার।

সাউদির পঞ্চম শিকারে পরিণত হওয়ার আগে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন আয়ার। শেষ দিকে অশ্বিন ও উমেশ যাদব নবম উইকেটে ২৬ রান যোগ করেন। অশ্বিন করেন ৩৮ রান। ১০ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব। নিউজিল্যান্ডের হয়ে ৬৯ রান দিয়ে ৫ উইকেট নেন টিম সাউদি, ২ উইকেট পেয়েছেন আইজাজ প্যাটেল।

সংক্ষিপ্ত স্কোর
ভার‍ত ৩৪৫ (১১.১ ওভার; শুভমান গিল ৫২, শ্রেয়াস আয়ার ১০৫, রাবীন্দ্র জাদেজা ৫০, রবিচন্দ্রন অশ্বিন ৩৮, উমেশ যাদব ১০*, কাইল জেমিসন ৩/৪৭, টিম সাউদি ৫/৬৯, আইজাজ প্যাটেল ২/৯০)।নিউজিল্যান্ড ১২৯/০ (৫৭ ওভার; টম লাথাম ৫০*, উইল ইয়ং ৭৫*)।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ল্যাথামইয়ংয়ে | দ্বিতীয় | দিনশেষে | শক্ত | অবস্থানে | নিউজিল্যান্ড