আর্কাইভ থেকে অপরাধ

মহাখালীর কড়াইল বস্তিতে পাশবিক নির্যাতনে শিশুর মৃত্যু

মহাখালীর কড়াইল বস্তিতে পাশবিক নির্যাতনে শিশুর মৃত্যু

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে নির্যাতনের শিকার হয়ে তানজিনা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত শিশুটির বাবা মহিউদ্দিন অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শিশুটির বাবা মহিউদ্দিনকে আটক করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশ।

মৃত শিশুটির বাবা মহউদ্দিন বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের উত্তরমণ্ডল গ্রামে সিএনজিচালিত অটোরিকশা চালাই। দুই সন্তানকে নিয়ে গ্রামেই থাকি। আর তানজিলা ওর মায়ের সঙ্গে কড়াইল বস্তিতে জদু মিয়ার বাড়িতে ভাড়া থাকত। আমার স্ত্রী জরিনা বেগম একটি পোশাক কারখানায় কাজ করে। তিন দিন আগে আমি ঢাকায় আসি। তানজিলাকে আমার কাছে রেখে ওর মা কাজে যায়। সকালে তানজিলা গান শুনতে চাইলে আমি টিভি ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করি। পরে দেখি বাসার দোতলার সিঁড়ির পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ জানায়, শিশুটির মুখে কামড়ের দাগ ও যৌনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনে শিশুটির  মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টে পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা তার পিতা মহিউদ্দিনকে আটক করা হয়েছে। তার কথাবার্তা সন্দেহজনক। বিষয়টি বনানী থানাকে জানানো হয়েছে।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন মহাখালীর | কড়াইল | বস্তিতে | পাশবিক | নির্যাতনে | শিশুর | মৃত্যু