টিকটকে কখনও মজাচ্ছলে, কখনওবা সিরিয়াসলিও দেখানো হয় অনেক কিছু। ঘরের প্রয়োজনীয় একাধিক বিষয়ও তুলে ধরা হয় ভিডিওতে। কঠিন বিষয়ও কত সহজে সমাধান করা যায় তাও দেখা যায় এই সোশ্যাল মিডিয়ায়। কিন্তু কোনও কোনও সময় সেই সমস্ত হ্যাক কাজে আসে না। বিপদও নেমে আসে সঠিকভাবে তা না করতে পারলে। তেমনই দুর্ঘটনার সম্মুখীন হলেন এক মহিলা।
টিকটক দেখে ডিম রান্না করতে গিয়েই ভয়ংকর এক বিপদ ঘটিয়ে ফেলেছেন ওই মহিলা। সোশ্যাল মিডিয়া দেখে মাইক্রোওয়েভে ডিমের পোচ করতে গিয়েছিলেন তিনি। ব্যস! ডিম ফেটে একাকার কাণ্ড! শুধু তাই নয়, মহিলার মুখ পুড়ে মারাত্মক এক ঘটনা ঘটেছে। রেসিপি অনুযায়ী, প্রথমে একটি বাসনে পানি গরম করেন ওই মহিলা। এরপর সেখানে ডিম দিয়ে তা গরম করতে মাইক্রোওয়েভে বসিয়ে দেন।
জানা গিয়েছে এরপর মাইক্রোওয়েভ থেকে সেদ্ধ ডিম বের করে তাতে ঠান্ডা চামচ দিতে আগ্নেয়গিরির মতো কুসুম বেরিয়ে ছিটকে আসে। গরম কুসুম চোখে মুখে ছিটে যায় ওই মহিলার। গোটা মুখ পুড়ে যায় ভয়ানকভাবেই। একটি সংবাদসংস্থাকে মহিলা বলেন, 'মুহূর্তের মধ্যে আমার সঙ্গে কী যে হয়ে গেল'!
তিনি বলেন, 'আমার সঙ্গে যে এমনটা হতে পারে ভাবতেও পারিনি। আমি চাই না আমার মতো আর কারও সঙ্গে এমনটা হোক। টিকটক দেখে এই রেসিপি ট্রাই করতে গিয়েছিলাম আমি। আমার জীবনে সবচেয়ে বড় ভুল এটাই। আমার মুখ সম্পূর্ণ পুড়ে গিয়েছে। যদিও এখন আমি অনেকটা ঠিক আছি।"