আর্কাইভ থেকে জাতীয়

আয়কর সহজ করতে সংসদে বিল

আয়কর সহজ করতে সংসদে বিল
আয়কর ব্যবস্থাপনা সহজ করতে এবং অর্থনীতি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার লক্ষ্যে জাতীয় সংসদে আয়কর বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি উত্থাপন করেন। বিলটি উত্থাপন করে মন্ত্রী বলেন, প্রস্তাবিত আইনটি সমগ্র অর্থনীতিতে শৃঙ্খলা আনবে এবং এটি সামগ্রিকভাবে কর আরোপ, আদায় এবং ব্যবস্থাপনা সহজ করবে। প্রস্তাবিত আইনটি আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর রহিতপূর্বক যুগোপযোগি করে নতুনভাবে প্রণয়নকল্পে আনা হয়েছে। পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটি পরীক্ষা করে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠায়। অপরদিকে, জাতীয় সংসদে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০২৩ উত্থাপিত হয়েছে। একটি আধুনিক ও সময়োপযোগী ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’- এ কতিপয় সংশোধন করার লক্ষ্যে জাতীয় সংসদে আজ অর্থমন্ত্রী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠান। প্রস্তাবিত বিলের সমালোচনা করে ময়মনসিংহ-৮ আসনের বিরোধী দলীয় সংসদ সদস্য ফখরুল ইমাম বলেন, নতুন সংশোধনী বিলে ব্যাপক অসঙ্গতি রয়েছে এবং বিলটি উত্থাপনের আগে তা সংশোধন করা উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন আয়কর | সহজ | করতে | সংসদে | বিল