আর্কাইভ থেকে ফুটবল

কে এই ব্রাজিলের ‘নতুন রোনালদো’ ভিটর রকি?

কে এই ব্রাজিলের ‘নতুন রোনালদো’ ভিটর রকি?
বাঘ এখন আমাদের ডেরায়, মাত্র ১৮ বছর বয়সী  ব্রাজিলিয়ান বিস্ময় বালক ভিটর রকিকে দলে ভিড়িয়ে এভাবেই পরিচয় করিয়ে দিল বার্সেলোনা।  কে এই রকি! কেন তাঁকে নিয়ে এতো আলোচনা, বার্সেলোনাও বা কেন এতো উচ্ছ্বাসিত তাঁকে দলে ভেড়াতে পেরে! ব্রাজিলিয়ান ক্লাব পারানায়েনসে খেলা ভিটর রকি যাকে তুলনা করা হয় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিওর সঙ্গে। যার কারণে তাঁকে ডাকা হয় ‘নতুন রোনালদো’ নামে। ডি বক্সের ভিতরে এক বিপদজক ফুটবলার রকি। দুইপা দিয়ে তিনি খেলতে পারেন।  পারানেসের হয়ে তাঁর খেলা নজর কাড়ে ফুটবল বিশ্বের। চলতি বছরে যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাতে রেখেছিলেন অনেক বড় অবদান। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা গোলদাতা। রোনালদো নাজারিওর পর সবচেয়ে কম বয়সে ব্রাজিল দলে অভিষেক হওয়া ফুটবলার এই রকি। মার্চে মরক্কোর বিপক্ষে অভিষেক হয় তাঁর।  পারানায়েনস ও ব্রাজিল যুব দলের হয়ে খেলার সময় থেকে বার্সেলোনার দৃষ্টিতে ছিলেন রকি। স্প্যানিশ জায়ান্টরা রকির জন্য দলবদল বাবদ ৪ কোটি ৪০ লাখ মার্কিন ডলার খরচ করছে। তিনি বার্সায় যোগ দেবেন আগামী মৌসুমে। চুক্তি হয়েছে সাত বছরের। যা শেষ হবে ২০৩১ সালে। এর আগে রকিকে কেউ কিনতে চাইলে রিলিজ ক্লজ বাবদ গুনতে হবে ৫০ কোটি ইউরো।

এ সম্পর্কিত আরও পড়ুন কে | ব্রাজিলের | নতুন | রোনালদো | ভিটর | রকি