আর্কাইভ থেকে দেশজুড়ে

বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : আইজিপি

বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : আইজিপি
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার পথে বাংলাদেশ পুলিশকে ‘স্মার্ট পুলিশে পরিণত করার লক্ষ্যে বহুমুখী পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী। পুলিশের জনবল ও সক্ষমতা যেমন বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি উন্নততর প্রযুক্তি ও সর্বোত্তম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ জুলাই) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সকাল সাড়ে ১০টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মহানগর পুলিশের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে রাজশাহীস্থ পুলিশের রয়েছে অসামান্য অবদান এবং বর্তমানেও তারা নিজেদের জীবন বাজি রেখে পুলিশি দায়িত্ব পালন করে চলেছে। ঠিক একইভাবে সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাবে। আরএমপি’র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ভেড়িপাড়া মোড়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। র‌্যালিটি ভেড়িপাড়া মোড় হতে শুরু হয়ে পুলিশ লাইনস্ েএসে শেষ হয়। র‌্যালী পূর্বে আইজিপি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্ত করে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। প্রধান অতিথি আইজিপি আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কেট কাটা কটেন ও স্বরণিকা ‘নবচেতনায় আরএমপি’র মোড়ক উম্মোচন করেন। এরপর আরএমপি’র আদালতে সাক্ষী হাজির ব্যবস্থাপনা ও পুলিশ ভেরিফিকেশন সফটওয়ারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপি’র পুলিশ কমিশনার আনিসুর রহমান। এসময় পুলিশ কমিশনার প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিদের সম্মানণা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে আইজিপি বলেন, এক সময় বাংলাদেশে সন্ত্রাস-জঙ্গিবাদের ভয়াবহ প্রকোপ ছিল। বাংলাদেশ পুলিশ তা কঠোর হস্তে প্রতিহত করেছে। বাংলাদেশ আজ বিশ্বের নিকট উন্নয়নের রোল মডলে। তিনি আরও বলেন, সাইবার অপরাধ সনাক্তকরণে আরএমপিতে প্রতিষ্ঠা করা হয়েছে সাইবার ক্রাইম ইউনিট ও ডিজিটাল ফরেনসিক ল্যাব এবং মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর সর্বত্র সিসিটিভি স্থাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মীর রেজাউল আলম, রাবি উপচার্য প্রফেসর ড. মো: গোলাম সাব্বির সাত্তার , রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: আব্দুল খালেক, ডিআইজি আব্দুল বাতেন, রাবির উপউপাচার্য প্রফেসর ড. হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালসহ আরএমপির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | আজ | বিশ্বের | কাছে | উন্নয়নের | রোল | মডেল | | আইজিপি