আর্কাইভ থেকে রাজনীতি

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আরাফাতের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমপি আরাফাতের শ্রদ্ধা
ধানমন্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা-১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলী আরাফাত। বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুর ১২টার দিকে শ্রদ্ধা জানান তিনি। এর আগে গতকাল বুধবার (২৬ জুলাই) জাতীয় সংসদের শপথ কক্ষে নতুন এ সসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। রীতি অনুযায়ী শপথ শেষে মোহাম্মদ আলী আরাফাত শপথ বইয়ে স্বাক্ষর করেন। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং হুইপ ইকবালুর রহিম ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন। গেলো ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এ আসনে গেলো ১ জুন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে ১২৪টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ২০৫। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। তফসিল অনুযায়ী, গেলো ১৭ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৮ হাজার ৮১৬ ভোট পেয়ে জয় লাভ করেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পান ৫ হাজার ৬০৯ ভোট।

এ সম্পর্কিত আরও পড়ুন বঙ্গবন্ধুর | প্রতিকৃতিতে | এমপি | আরাফাতের | শ্রদ্ধা