রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রোকেয়া হলে ‘হৃদয়ে বঙ্গবন্ধু’ শীর্ষক বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেল ৬টায় কর্ণারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উদ্বোধন শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় হল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে হলের ছাত্রীদের মাঝে 'দাউদ হোসেন হানুফা খাতুন' শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ সময় হলের পাঁচজন শিক্ষার্থীকে মাসিক ২হাজার টাকা করে জুন ও জুলাই মাসের বৃত্তি প্রদান করা হয়।
শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশে শব্দ দুটি একে অপরের পরিপূরক। বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা আজ এই স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাই বঙ্গবন্ধুকে আমাদের হৃদয়ে ধারণ করা দরকার। তাকে হৃদয়ে ধারণ করার জন্যই আজকে এই কর্ণারের উদ্বোধন। তাকে নিয়ে ৩হাজারের অধিক বই আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বই এখানে আছে। তোমরা বইগুলো ভালো করে পড়ে জাতির পিতা সম্পর্কে জানতে পারবে। তাঁকে হৃদয়ে ধারণ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির বলেন, একটু দেরিতে হলেও রোকেয়া হলে বঙ্গবন্ধু কর্নার হলো।যা প্রত্যেক শিক্ষার্থীর জন্য প্রয়োজন। সবাইকে সময় নিয়ে একটু কষ্ট করে বইগুলো পড়ার জন্য অনুরোধ করি, যাতে করে সবাই আমাদের জাতির পিতা সম্পর্কে জানতে পারে। আমরা আশা করি যে উদ্দেশ্যে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা সেসকল উদ্দেশ্যগুলো যেন পূরণ করতে পারে।
এসময় শিক্ষাবৃত্তিদাতা বদরুল লাইলী গিনি বলেন, আমি জানি না শিক্ষার্থীদের জন্য কতটুকু আমি করতে পারি, তবুও আমি কিছু করার চেষ্টা করি। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময়ই অর্থের প্রয়োজন সম্পর্কে বুঝেছি। তাই আমার সামর্থ্যানুযায়ী যতটুকু পেরেছি চেষ্টা করে যাচ্ছি।
অনুষ্ঠানে হল প্রাধ্যক্ষ জয়ন্তী রানী বসাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সফিকুন্নবী সামাদী, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।