আর্কাইভ থেকে বাংলাদেশ

মিরপুরের সবুজ গালিচায় আজ ফিরতে পারেন মাশরাফি!

মিরপুরের সবুজ গালিচায় আজ ফিরতে পারেন মাশরাফি!

একদিনের বিরতি শেষে আজ আবারো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। আজ সোমবার (২৪ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে দুপুর সাড়ে ১২টায় মুখোমুখি হবে সাকিবের বরিশাল ও রিয়াদের ঢাকা। দ্বিতীয় ম্যাচে বিকেল সাড়ে ৫টায় লড়বে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স ও মেহেদি মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই চার দলের মধ্যে একমাত্র ঢাকা এখনো জয়ের নাগাল পায়নি। বরিশাল ও খুলনা একটি করে ম্যাচ খেলে জিতেছে একটিতেই।

তারুণ্যনির্ভর চট্টগ্রাম প্রথম ম্যাচে বরিশালের কাছে হারলেও, দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ও তারকায় ঠাসা ঢাকা দলকে হারিয়ে চমক দেখিয়েছে। একইভাবে খুলনা প্রথম ম্যাচে ঢাকাকে হারিয়ে শুভ সূচনা করেছে। বরিশাল জিতেছে চট্টগ্রামের বিপক্ষে।

টুর্নামেন্টের চার ম্যাচে একমাত্র ব্যাটার হিসেবে দুইটি হাফসেঞ্চুরি করেছেন তামিম। প্রথম দিন খুলনার বিপক্ষে ৪২ বলে ৫০ রান করার পর গেলো শনিবার (২২ জানুয়ারি) রাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সঙ্গে ৪৫ বলে ৫২ রানের ইনিংস খেলেন তামিম।

এছাড়া বল হাতে ৪ উইকেট শিকার করে নজর কেড়েছেন মেহেদি মিরাজও। বরিশালের সঙ্গে আসরের প্রথম ম্যাচে ১৬ রানে ৪ উইকেটের পতন ঘটিয়ে নিজের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়েও দলকে জেতাতে পারেননি মিরাজ, ৪ উইকেটের জয়ে আসর শুরু করে সাকিবের দল।

আজ সোমবার (২৪ জানুয়ারি) ঢাকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বরিশাল মাঠে নামবে আরো শক্তি সঞ্চয় করে। ধারণা করা হচ্ছে, এ ম্যাচ খেলবেন দলটির মিডল অর্ডার ব্যাটিং নির্ভরতা ও উইকেটকিপার নুরুল হাসান সোহান। শুধু তাই নয়, একাদশে দেখা যেতে পারে ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকেও।

ঘটনাবহুল প্রথম ম্যাচে তামিমের ফিফটি, মোহাম্মদ শেহজাদ (২৭ বলে ৪২) ও অধিনায়ক রিয়াদের (২০ বলে ৩৯) ঝড়ো ব্যাটিংয়ে ১৮৩ রানের বিশাল পুঁজি গড়েও খুলনার কাছে হেরেছে ঢাকা। রনি তালুকদারের ফিফটির সঙ্গে আন্দ্রে ফ্লেচার এবং থিসারা পেরেরার ঝড়ে ১ ওভার আগেই লক্ষ্যে পৌঁছে যায় মুশফিকের দল।

ফ্রাঞ্চাইজি থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ (সোমবার) বরিশালের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচে মাশরাফিকে পেতে পারে ঢাকা। পুরোনো ব্যথার কারণে প্রথম দুই ম্যাচ খেলা হয়নি মাশরাফির। তার অন্তর্ভুক্তিতে ছন্দ ফিরে আসে কি না ঢাকা এটাই এখন দেখার বিষয়। 

অন্যদিকে খুলনা-চট্টগ্রাম ম্যাচটিও দুই দলের জন্য সমান গুরুত্বপূর্ণ। জিতলে খুলনার দুই খেলায় দ্বিতীয় জয় হবে। আর মিরাজের দল জিতে গেলে তাদেরও হবে দ্বিতীয় জয়। তবে সেটা তৃতীয় খেলায়।

হাসিব মোহাম্মদ
 

এ সম্পর্কিত আরও পড়ুন মিরপুরের | সবুজ | গালিচায় | আজ | ফিরতে | পারেন | মাশরাফি