৪০২ দিন পর মিরপুরের উইকেটে ফিরলেন মাশরাফি বিন মর্তুজা। শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিপিএলের অষ্টম আসরে সিলেট সানরাইজার্সের বিপক্ষে নিজের প্রথম উইকেট পান মাশরাফি। এবারের আসরে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলছেন নড়াইল এক্সপ্রেস।
অনেক ঘাত-প্রতিঘাত কাটিয়ে অবশেষে নিজ মঞ্চে ফিরেই সানরাইজার্সের লেন্ডল সিমন্সকে ফেরান মাশরাফি। দলীয় ২১ রানে ম্যাশের হোন সিমেন্স। ১৬ রান করেন এই ক্যারিবিয় ব্যাটার।
সবশেষ ২০২০ সালে খেলেছিলেন। মাঝে ২০২১ সালের পুরোটা ছিলেন মাঠের বাইরে। চলতি বিপিএলকেই প্রত্যাবর্তনের মঞ্চ বানিয়েছিলেন। কিন্তু বরাত মন্দ। বিপিএল শুরুর আগে মিরপুরে অনুশীলন করতে গিয়ে পুরনো চোটে আবারো আঘাত পান। ফলাফল যা হওয়ার তাই। মাঠের বাইরে চলে যান।
হাসিব মোহাম্মদ