আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে নিয়ন্ত্রণবিহীন ইলেকট্রিক বাসে প্রাণ গেল ৬ জনের

ভারতে নিয়ন্ত্রণবিহীন ইলেকট্রিক বাসে প্রাণ গেল ৬ জনের

ভারতের কানপুরে একটি ইলেকট্রিক বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারীদের চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন।

আজ সোমবার (৩১ জানুয়ারি) ভোরে তাঁত মিল ক্রস রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ইলেকট্রিক বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীসহ দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িকেও ধাক্কা দেয়। বাসটি ট্রাফিক বুথে ঢুকে পরে এবং একটি ট্রাককে ধাক্কা মেরে থেমে যায়। দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বাসচালককেও আটকের চেষ্টা চলছে।

এদিকে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এক টুইট বার্তায় তিনি বলেছেন, কানপুরের সড়ক দুর্ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | নিয়ন্ত্রণবিহীন | ইলেকট্রিক | বাসে | প্রাণ | ৬ | জনের