আর্কাইভ থেকে ক্রিকেট

অবসর নেয়ার কারণ নিজেই জানালেন তামিম

অবসর নেয়ার কারণ নিজেই জানালেন তামিম
গত জুলাইতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হুট করেই অবসরের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফিরে আসেন তিনি। তবে সেই ঘটনার মাস খানেক পরই ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেশের সর্বকালের সেরা এই ওপেনার। বিশ্বকাপ আর এশিয়া কাপের আগ-মুহূর্তে এসে কেন এমন সিদ্ধান্ত নিলেন তামিম, তা এতদিন অজানাই ছিল। তবে এবার এ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। গতকাল রোববার ক্রীড়া ভিত্তিক ইউটিউব চ্যানেলে অধিনায়ক ছাড়ার কারণ ব্যাখ্যা করেছেন তিনি। আরও পড়ুন: যে কারণে মেসি-নেইমারকে ‘অসভ্য’ আখ্যা দিলো পিএসজি সমর্থকরা তামিম বলেন, ‘আমি যদি কারও ওপর সন্তুষ্ট না থাকি বা কেউ যদি আমার ওপর সন্তুষ্ট না থাকে তাহলে বিশ্বকাপে আপনি যদি শুধু অধিনায়কত্ব ধরে রাখেন- ভালোভাবে যোগাযোগ করতে পারছেন না বা একটা অস্বস্তি থেকে যাচ্ছে, তো এটাতো দলের মধ্যে একটা প্রভাব ফেলবেই। আমি সেই স্বার্থপর ব্যক্তি হতে চাইনি। আমার জন্য ৫ শতাংশও যদি দলের ওপর প্রভাব পড়ে তাহলে সেটা আমি চাই না।’    

এ সম্পর্কিত আরও পড়ুন অবসর | নেয়ার | কারণ | নিজেই | জানালেন | তামিম