আর্কাইভ থেকে ফুটবল

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের আংশিক দল ঘোষণা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের আংশিক দল ঘোষণা
২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে আগামী ১২ অক্টোবর মালদ্বীপের মালেতে প্রথম লেগ ও ১৭ অক্টোবর ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে দুই লেগের বাংলাদেশ-মালদ্বীপের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ। আজ শুক্রবার এই দুই ম্যাচের জন্য  জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ১৫ জনের নাম প্রকাশ করেছেন। ২ অক্টোবর বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ রয়েছে। সেই ম্যাচের পর কিংসের ফুটবলারদের নাম প্রকাশ করবেন জাতীয় দলের কোচ।   লাল-সবুজ দলের আংশিক প্রাথমিক দলের ১৫ জনের মধ্যে তিন জনই নতুন। ডাক পাওয়া নতুন তিন জন খেলোয়াড় হলেন শেখ জামাল ক্লাবের শাকিল হোসেন, আজমপুরের জায়েদ আহমেদ ও আরমান ফয়সাল আকাশ। এছাড়া ফিরেছেন সাজ্জাদ হোসেন।   বাংলাদেশের ১৫ জনের আংশিক দল   গোলরক্ষক: মিতুল মারমা, পাপ্পু হোসেন   ডিফেন্ডার: ইসা ফয়সাল, শাকিল হোসেন, হাসান মুরাদ, আলমগীর মোল্লা, রহমত মিয়া   মিডফিল্ডার: হৃদয়, জায়েদ আহমেদ,রবিউল হাসান, দীপক রয়, ফয়সাল আহমেদ ফাহিম, সুমন রেজা, সাজ্জাদ হোসেন ও আরমান ফয়সাল।

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | বাছাইপর্বে | বাংলাদেশের | আংশিক | দল | ঘোষণা