আর্কাইভ থেকে বাংলাদেশ

তিস্তার পানি পশ্চিমবঙ্গের মানুষের পর বাংলাদেশ পাবে : মমতা

তিস্তার পানি পশ্চিমবঙ্গের মানুষের পর বাংলাদেশ পাবে : মমতা

তিস্তার পানি আগে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। তারপর বাংলাদেশকে দেওয়া হবে। রোববার শিলিগুড়িতে নির্বাচনি সমাবেশে একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

ভারতীয় গণমাধ্যম জানায়, শিলিগুড়িতে পদযাত্রায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সবচেয়ে বড় চাঁদাবাজ বলে কটাক্ষ করেন মমতা বন্দোপাধ্যায়। তিনি আরো বলেন, সামনের নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াই। অস্তিত্ব রক্ষা না করতে পারলে মোদী বাংলাকে ভাগ করে দেবেন বলে জানান তৃণমূল নেত্রী। তাই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আবারো ক্ষমতায় আনতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী।

এদিকে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার পশ্চিমবঙ্গে ব্রিগেট ময়দানে দেওয়া বক্তব্যে উন্নয়নের নানা প্রতিশ্রুতিও দেন তিনি।

মোদীর সমাবেশ উপলক্ষে রোববার সকাল থেকেই ব্রিগেড মাঠে সাজ সাজ রব থাকে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয় হাজার হাজার বিজেপি কর্মী। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ভোটের মাঠ চাঙ্গা করতে পশ্চিমবঙ্গে যান মোদী।

দুপুরে ব্রিগেড মাঠে নেমেই সোজা মঞ্চে চলে যান মোদী। সেখানে তাকে স্বাগত জানান সদ্য বিজেপিতে যোগ দেওয়া জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী।

বক্তব্যের শুরু থেকেই মমতার সমালোচনায় মুখর থাকেন মোদী। রাজ্যে গণতন্ত্রের নামে মমতা লুটপাট চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মোদী জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে জিতলে পশ্চিমবঙ্গের উন্নয়নে দিনরাত কাজ করবে বিজেপি।

মোদী আরও বলেন, এবারের নির্বাচনের পরই আসল পরিবর্তন দেখতে পাবে পশ্চিমবঙ্গের মানুষ। রাজ্যে গণতন্ত্রকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। লুটপাট চালিয়ে বিভেদের রাজনীতিই উস্কে দিয়েছেন মমতা। ছিলেন সকলের দিদি, কিন্তু হয়েছেন একজনের পিসী। বাংলার ভোটারদের অনুরোধ করছি, ভয় পাবেন না। নির্ভয়ে বিজেপিকে ভোট দিন। রাজ্যে আমরা উন্নয়নের নতুন দিক উন্মোচন করবো। জেনে রাখুন, বাংলায় তৃণমূলের দিন ফুরিয়ে এসেছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন তিস্তার | পানি | পশ্চিমবঙ্গের | মানুষের | বাংলাদেশ | পাবে | | মমতা