ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলের নাহাল পদাতিক ব্রিগেডের কমান্ডিং অফিসার কর্নেল জোনাথন স্টেইনবার্গ।
শনিবার গাজা উপত্যকার সীমান্তবর্তী কেরেম শালোম এলাকায় হামাস যোদ্ধাদের সাথে ইসরায়েলি সেনাদের ওই গোলাগুলির ঘটনা ঘটে। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। শনিবার রাত পর্যন্ত যুদ্ধে নিহতদের মধ্যে জোনাথন ছিলেন সবচেয়ে সিনিয়র কর্মকর্তা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এর প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী স্টেইনবার্গ দক্ষিণাঞ্চলীয় শহর শোমরিয়া থেকে হামাস যোদ্ধাদের সাথে যে এলাকায় সংঘর্ষ চলছিলো সেই এালাকায় যাওয়ার পথে হামাস সদস্যদের মুখোমুখি হন এবং গোলাগুলিতে প্রাণ হারান।
শনিবার(৭ অক্টোবর) সকালে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর জবাবে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,গাজা সীমান্ত সংলগ্ন ২২টি এলাকায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তাদের সেনাদের লড়াই চলছে।
ইসরায়েলি কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক আলজাজিরার প্রতিবেদনে বলা হয়,আহত ইসরায়েলিদের মধ্যে ২৭০ জনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরার খবরে বলা হয়,ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১ হাজার ৭৯০ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়,হামাসের যোদ্ধারা ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি দখল করে সীমান্ত দিয়ে প্রবেশ করে। পরে তারা ইসরায়েলি বাসিন্দাদের হত্যা ও বন্দি করে। অনলাইনে প্রচারিত বিভিন্ন ভিডিও ক্লিপে হামাস বাহিনীর হাতে জিম্মি ইসরায়েলি বেসামরিক নাগরিকদের দেখানো হয়েছে।
এদিকে, গাজা অঞ্চলের জন্য নিযুক্ত ইসরাইলের সাবেক প্রধান সেনা-কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নিমরোদ আলুনি বন্দি হয়েছেন বলে দাবি করেছে হামাস কর্তৃপক্ষ।
শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিন মুক্তি আন্দোলনের সশস্ত্র যোদ্ধা সংগঠন হামাসের অভিযানে বন্দি হন এ সেনা কমান্ডার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা’র এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।এদিকে তাকে মুক্ত করতে সামরিক অভিযান ও আলোচনা দুটোই শুরু করেছে ইসরাইল।