আর্কাইভ থেকে দেশজুড়ে

নৌকা ডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

নৌকা ডুবিতে নিহতদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা
সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপুজায় মা দূর্গার আগমন বার্তা উপলক্ষে মাতৃপূজা, শিব পুজা, বিষ্ণু পুজা, চন্ডিপাঠ ও গীতাপাঠের মধ্য দিয়ে মহালয়ার আনুষ্ঠানিকতার মাধ্যমে দেবীর আগমন উপলক্ষে আরাধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (১৪ অক্টোবর) পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের ত্রিস্রোতা মহাপীঠ শক্তিধাম শ্রী শ্রী বোদেশ্বরী মন্দির প্রাঙ্গণে  দিনব্যাপী এই ধর্মানুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহালয়া উপলক্ষে স্বর্গীয় পিতা-মাতা ও পূর্ব পুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পণাদি সৎকর্ম ও মাথার চুল কর্তনসহ নানা পূজা অর্চণা ও মন্দির সংলগ্ন করতোয়া নদীতে পূর্ণস্নান করেন। এ উপলক্ষ মন্দির প্রাঙ্গণে ‘শান্তি ও সম্প্রীতিমূলক এক ধর্মসভারও আয়োজন করা হয়। এর আগে শত শত ভক্ত মাতৃবন্দনায় ব্রতী হয়ে মায়ের অমৃতময় প্রসাদ ধারণ করেন। পরে এক ধর্মসভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গেলো বছর মহালয়ার দিনে মন্দির আগমনের সময় করতোয়া নদী পাড় হতে গিয়ে নৌকা ডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু হয়। এবার মহালয়ার দিন মৃত ওই সকল ব্যক্তির আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।  বোদেশ্বরী মন্দির কমিটি এই প্রার্থনার আয়োজন করে। এদিকে পুণ্যার্থীদের নির্বিঘ্নে নৌকায় চড়ে নদী পাড়া পাড়ের জন্য আউলিয়ার ঘাটে পঞ্চগড় জেলা ও বোদা উপজেলা প্রশাসন প্রয়োজনী এবং পর্যাপ্ত  ব্যবস্থা গ্রহন করেছে। ঘাটে অতিরিক্ত নৌকা রাখা হয়েছে। ঘাট পাড়া পাড়ের সময় নিরাপত্তার জন্য প্রতিটি নৌকায় যাত্রীদের সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়োজিত করা হয়েছে। নৌকায় রাখা হয়েছে লাইফ জ্যাকেট। নদীর দুই পাড়ে ঘাট এলাকায় জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্যকে অবস্থান করতে দেখা গেছে। প্রতিটি নৌকায় গুনে গুনে ২৫ জন করে যাত্রী পাড়াপাড় করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন নৌকা | ডুবিতে | নিহতদের | আত্মার | শান্তি | কামনায় | প্রার্থনা