খেলাধুলা

ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ঐতিহাসিক টেস্ট জয় উৎসর্গ

বায়ান্ন প্রতিবেদন

পাকিস্তানের বিরুদ্ধে তাদের মাঠেই ১০ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক এই জয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার (২৫ আগস্ট) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ১ম টেস্ট ম্যাচ জয়ের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে,  টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান করে বাংলাদেশ, লিড পায় ১১৭ রানের। ব্যাটিংয়ে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অল আউট হয় স্বাগতিকরা। ৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

ম্যাচ জয়ের পরে পুরস্কার বিতরণী মঞ্চে মাইক্রোফোন হাতে নিয়ে অধিনায়ক শান্ত বাংলা ভাষায় বলেন, সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন,  এই জয়টা  তাদের উৎসর্গ করছেন। তাদের জন্য অনেক অনেক দোয়া।

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। ১ম টেস্টে ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন টেস্ট জয়