আর্কাইভ থেকে দেশজুড়ে

কুড়িগ্রামে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রতিবন্ধী ভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছে প্রতিবন্ধী সংগঠনগুলো।

তাদের দাবিগুলো হচ্ছে- চলতি বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা নূন্যতম দুই হাজার টাকা নির্ধারণ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ভাতা ও উপবৃত্তি বরাদ্দ রাখা, সরকারি-বেসরকারি নিয়োগে বিশেষ সুবিধা ও প্রতিবন্ধী ব্যক্তি উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠা করা।

আজ শুক্রবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দাবী-দাওয়া নিয়ে তারা মানববন্ধন করে।

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান, কুড়িগ্রাম শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আরিফ উল ইসলাম সজীব, আজমেরী খাতুন, শ্রী চপল চন্দ্র, জুয়েলসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবসে মুক্তিযোদ্ধা ভাতার পর প্রতিবন্ধী ব্যক্তি ভাতাকে সার্বজনিন ভাতা হিসেবে ঘোষণা দিয়েছেন। বর্তমানে উর্ধ্বমূখী বাজার ব্যবস্থা ও সমাজে বৈষম্য দূরীকরণে প্রতিবন্ধীদের ভাতা বৃদ্ধি করে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন কুড়িগ্রামে | প্রতিবন্ধী | ভাতা | বৃদ্ধির | দাবিতে | মানববন্ধন