আর্কাইভ থেকে ফুটবল

কে এই ১৭ বছর বয়সী ফুটবলার? যিনি ডাক পেলেন ব্রাজিল দলে

কে এই ১৭ বছর বয়সী ফুটবলার? যিনি ডাক পেলেন ব্রাজিল দলে
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চলতি মাসের ২২ তারিখে ব্রাজিল মাঠে নামবে আর্জেন্টিনার বিপক্ষে। তার আগে ১৭ নভেম্বর সেলেসাওরা খেলবে কলম্বিয়ার বিপক্ষে। আর এই দুই ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজ। ইনজুরির কারণে নেইমার খেলতে পারবেন না ম্যাচ দুটি সেই খবর হয়তো সবার জানা। তাই দলের পোস্টারবয়কে বাদ দিয়ে দল ঘোষণা করতে হয়েছে দিনিজকে। আর এই দলে তিনি নিয়েছেন কয়েকটি নতুন মুখ। যাদের মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে মাত্র ১৭ বছর তরুণ ফুটবলার এন্ড্রিক ফিলিপেকে নিয়ে। যিনি ১৯৯৩ সালে রোনালদো নাজারিওর পর ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া সর্বকনিষ্ঠ খেলোয়াড়। কে এই এন্ড্রিক ফিলিপে? চলুন একটু তার সম্পর্কে জেনে নেই। ব্রাজিলের অসম্ভব প্রতিবাভান এই তরুণ অল্প বয়সের দেখিয়েছেন ফুটবলীয় সামর্থ্য। যার কারণে তাকে ডাকা হয় ব্রাজিলিয়ান বিস্ময় বালক নামে। তিনি এখন খেলেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের হয়ে। ক্লাবটির ইতিহাসের ১০৬ বছর রেকর্ড ভেঙ্গে দিয়ে মাত্র ১৬ বছর ৩ মাস ৭ দিন বয়সে গোল করে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে গোল করার রেকর্ড গড়েছিলেন এই এন্ড্রিক ফিলিপে। এবং এরপরই তার সামর্থ্য দেখে ইউরোপের বড় বড় ক্লাব গুলো দলে নিতে উঠেপড়ে লাগে। শেষ পর্যন্ত গত ডিসেম্বরে সব মিলিয়ে প্রায় ৭২ মিলিয়ন ইউরো খরচ করে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তবে নিয়ম অনুযায়ী ১৮ বছর বয়স না হওয়ায় তিনি স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে পারেননি। আগামী বছর জুনে কথা রয়েছে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়ানোর। এই অল্প বয়সে ব্রাজিল দলে ডাক পেয়ে এন্ড্রিক কিছু করে দেখাতে পারেন কিনা সেটিই এখন দেখার অপেক্ষা। এই বিস্ময় বালক ছাড়াও দিনিজ তার দলে ডেকেছেন দুই ফরোয়ার্ড এফসি পোর্তোর পেপে এবং ব্রাইটনের জোয়াও পেদ্রো।কে। বাদ পড়েছেন রিচার্লিসন এবং ম্যাথিউস কুনিয়া। ব্রাজিল স্কোয়াড গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), এডারসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোটাফোগো) ডিফেন্ডার: গ্যাব্রিয়েল ম্যাগালহেস (আর্সেনাল), ব্রেমার (জুভেন্টাস), মারকুইনহোস (পিএসজি), নিনো (ফ্লুমিনেন্স), এমারসন রয়্যাল (টটেনহ্যাম হটস্পার), কার্লোস অগাস্টো (ইন্টার মিলান), রেনান লোদি (মার্সেইল) মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), জোলিন্টন (নিউক্যাসল ইউনাইটেড), রাফায়েল ভেইগা (পালমেইরাস), ফরোয়ার্ড: রড্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউর জুনিয়র (রিয়াল মাদ্রিদ)। গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল) গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনহা (বার্সেলোনা), পাউলিনহো (অ্যাটলেটিকো-এমজি)। এই হলো ব্রাজিল দল, এই দল নিয়েই লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। এই দল নিয়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সাথে কেমন করবে সেই মতামত জানাতে পারেন আপনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন কে | ১৭ | বছর | বয়সী | ফুটবলার | যিনি | ডাক | পেলেন | ব্রাজিল | দলে