আর্কাইভ থেকে ক্রিকেট

উসমান খাজার পক্ষে যুক্তি দিলেন কামিন্স

উসমান খাজার পক্ষে যুক্তি দিলেন কামিন্স
অস্ট্রেলিয়ান ক্রিকেটার মারনাস লাবুশেন তার ব্যাটে একটা ইগলের স্টিকার লাগিয়ে থাকে। সে ঈগলটি বাইবেলের একটি পদের অর্থ বহন করে। উসমান খাজাও তাঁর জুতায় একটি পায়রার স্টিকার লাগাতে চেয়েছিলেন। যে পায়রা বহন করে শান্তির প্রতীক হিসেবে। যা খাজা ব্যবহার করতে চেয়েছেন ইসরাইলের আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে। তবে পাকিস্তানের বিপক্ষে মেলবোর্ন টেস্টে লাবুশেনের ব্যাটে ইগলের স্টিকার থাকলেও খাজা ব্যাটে থাকবে না পায়রার স্টিকার। কারণ, অনুমতি মেলেনি আইসিসি থেকে। কিন্তু লাবুশেনের ঈগল আর খাজার পায়রা মধ্যে কোনো পার্থক্য দেখেন না অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। কেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি খাজাকে অনুমতি দিচ্ছে না সেটিও বুঝতে পারছেন না কামিন্স। বক্সিং ডে টেস্টের আগের দিন কামিন্স জানান, ‘না, আসলে না, আমি খুব সূক্ষ্মভাবে এ দুটির প্রয়োগের ব্যাপারে জানি না। তবে এটা সহজ-সরল একটা ব্যাপার, একটা পায়রা। আমরা সত্যিই উজিকে (খাজা) সমর্থন করি। আমার মনে হয়, সে যা বিশ্বাস করে, সেটির পক্ষে দাঁড়াচ্ছে। আমার মনে হয়, সে এটি সম্মানজনক উপায়েই করছে।’

এ সম্পর্কিত আরও পড়ুন উসমান | খাজার | পক্ষে | যুক্তি | দিলেন | কামিন্স