জাতীয়

ভোটের আগের রাতে ১৫ স্থানে আগুন

ভোটের আগের রাতে ১৫ স্থানে আগুন
সারাদেশে নির্বাচনের আগের রাতে ১৫ স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের এসব ঘটনায় ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে। রোববার (৭ জানুয়ারি) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেন, শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ১৫টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা বিভাগে ২টি, চট্টগ্রামে ৩টি, সিলেটে ১টি, ময়মনসিংহে ৩টি,  খুলনায় ১টি, বরিশালে ৪টি ও রংপুরে ১টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৩টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২টি মোটরসাইকেল, ১টি প্রাইভেটকার, ৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ১টি নির্বাচনী ক্যাম্প, কমিশনারের অফিস ও ১টি নৌকা পুড়ে যায়। এসব অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩০টি ইউনিট ও ১৫০ জন জনবল কাজ করে। এছাড়া ময়মনসিংহ, খুলনা ও লালমনিরহাটের ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলসকাঠীর বাকেরগঞ্জে নির্বাচনী ক্যাম্প, ফেনী সদরে কমিশনার অফিসে, কিশোরগঞ্জে স্কুলের একটি রুমে আগুন দেয়ার ঘটনা ঘটে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোটের | আগের | রাতে | ১৫ | স্থানে | আগুন