হামাসকে সহযোগিতার অভিযোগে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থাকে (ইউএনআরডব্লিউএ) দেয়া সাহায্য বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। এ ঘোষণা তখনই এসেছে, যখন গেলো ৭ অক্টোবর হামাসের পরিচালিত হামলায় সহায়তার অভিযোগে সংস্থাটি বেশ কয়েকজন কর্মীকে বরখাস্ত করেছে।
শনিবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
এর আগে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি এবং কানাডা, ইউএনআরডব্লিউএ কে সহায়তা পাঠানো বন্ধ ঘোষণা করেছে।
ইসরায়েলি কূটনীতিক ও সরকারি কর্মকর্তা মার্ক রেগেভ জানান, তাদের কাছে তথ্য রয়েছে ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলে কর্মরত এক শিক্ষিক ৭ অক্টোবর হামাস পরিচালিত হামলা উদযাপন করছেন।
হামাস থেকে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি জিম্মির বরাত দিয়ে তিনি আরও বলেন, ওই জিম্মি এমন একটি জায়গায় বন্দি ছিল, যার মালিক ইউএনআরডব্লিউএ তে কাজ করেন।
এদিকে এমন খবরে জাতিসংঘের মহাসচিব এন্তিনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
ইউএনআরডব্লিউএ এর প্রধান ফিলিপ ল্যাজারিনি বলেন, কোন বিলম্ব ছাড়াই প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য একটি পূর্ন তদন্ত চলমান রয়েছে।
সংস্থার কোন কর্মীর বিরুদ্ধে যদি হামাসকে সহযোগিতার প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের ছাড় দেয়া হবে না।
এদিকে ফিলিস্তিনের মন্ত্রী হুসাইন আল শেখ বলেন, কয়েকটি দেশের নেয়া এ সিদ্ধান্ত ফিলিস্তিনিদের জন্য প্রদানকৃত রাজনৈতিক এবং মানবিক সহায়তাকে হুমকির মুখে ফেলবে।
এসময়ে তিনি পশ্চিমা সহায়তাকারী দেশগুলোকে তাদের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত এ সাহায্য সংস্থাটি বর্তমানে গাজা এবং পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের জন্য স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা এবং অন্যান্য মানবিক সহায়তা প্রদান করছে।