ফুটবল

মেসির কারণে বাতিল হতে চলছে আর্জেন্টিনার চীন সফর!

মেসির কারণে বাতিল হতে চলছে আর্জেন্টিনার চীন সফর!
আগামী মার্চে চীনে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিলো আর্জেন্টিনার। কতালীয়ভাবে এ দুটি প্রীতি ম্যাচে আফ্রিকান নেশনস কাপের দুই ফাইনালিস্ট আইভরিকোস্ট ও নাইজেরিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিলো বিশ্ব চ্যাম্পিয়নদের। কিন্তু প্রীতি ম্যাচ দুটি শেষ পর্যন্ত খেলা হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এর মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করার ঘোষণাও দিয়েছে চীনের হাংজু স্পোর্টস ব্যুরো। দুই সপ্তাহ আগে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিক ঘোষণায় এ দুটি প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছিল। হাংজুর অলিম্পিকস স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে ১৮ মার্চ নাইজেরিয়া এবং ২৬ মার্চ বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হওয়ার কথা আর্জেন্টিনার। তবে ইএসপিএনসহ একাধিক সংবাদমাধ্যমের তথ্য মতে, সম্প্রতি হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে প্রীতি ম্যাচে লিওনেল মেসিকে মাঠে না নামানোকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ আয়োজন থেকে পিছিয়ে গেছে হাংজু স্পোর্টস ব্যুরো। তবে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি যদি বাতিলও হয়, বেইজিংয়ে আইভরিকোস্টের বিপক্ষে ম্যাচটি পরিকল্পনা অনুযায়ী মাঠে গড়াবে বলে এপিকে জানিয়েছেন আইভরিকোসের মুখপাত্র আনে-মারিয়ে এন’গুয়েসান।  

এ সম্পর্কিত আরও পড়ুন মেসির | কারণে | বাতিল | হতে | চলছে | আর্জেন্টিনার | চীন | সফর