ফুটবল

‘ধর্ষক’ আলভেজকে সাহায্য করে তোপের মুখে নেইমার

‘ধর্ষক’ আলভেজকে সাহায্য করে তোপের মুখে নেইমার
ধর্ষণের অভিযোগে দানি আলভেজের ৯ বছরের কারাদণ্ড হতে পারে বলে খবর প্রকাশ করেছিলো স্পেনের কিছু সংবাদ মাধ্যম।  তবে ব্রাজিলের সাবেক তারকাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছে স্পেনের আদালত।  সেই সঙ্গে আলভেজকে ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে। জরিমানার জন্য এই সাজার পরিমাণ কমেছে আলভেজের, ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের দাবি এমনটিই।  কেবল তাই নয় সংবাদমাধ্যমটি আরও দাবি করেছে আলভেজের জরিমানার পুরো অর্থেরই জোগান দিয়েছে নেইমারের পরিবার। এদিকে একজন অপরাধীকে অর্থ দিয়ে সাহায্য করায় নেইমারকে নিয়ে কঠোর সমালোচনা করেছে ব্রাজিলের ওয়ার্কাস পার্টির প্রেসিডেন্ট গ্লেইসি হফম্যান। ‘ধর্ষক দানি আলভেজের শাস্তিটা অনুকরণীয়। এটা দেখিয়েছে, সমাজ যৌন হেনস্তাকারী আর নারীবিদ্বেষীদের বরদাস্ত করে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে এই যে সে অর্থ ধার করেছে নেইমারের কাছ থেকে। সে ক্ষতিপূরণ দিয়ে শাস্তি কমিয়েছে, যা কিনা ভুক্তভোগীর সমস্যার সমাধান করবে না।’ এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। তার অভিযোগ ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেজ তাকে ধর্ষণ করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্ষক | আলভেজকে | সাহায্য | করে | তোপের | মুখে | নেইমার