ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বললেন পাপন

বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বললেন পাপন
ভারত বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার কারণ অনুসন্ধান করতে গঠন করা হয় তদন্ত কমিটি। এবার সেই তদন্ত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিছুদিন দেশের এক সংবাদ মাধ্যমে দাবি করেছিলো তামিম ইকবালের বিশ্বকাপ না খেলার পেছনে দায়ী প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি ভরাডুবির পেছনে বোর্ড পরিচালকদের সংশ্লিষ্টতাও আছে। তবে আজ শনিবার (৯ মার্চ) বোর্ড সভাশেষে গণমাধ্যমকে পাপনের বললেন দুই বোর্ড পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। তিনি বলেন, 'আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’ পাপন বলেন, ‘আজ (শনিবার) আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।'

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বকাপ | ব্যর্থতার | তদন্ত | প্রতিবেদন | নিয়ে | কথা | পাপন