কুড়িগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২০ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলার কার্যক্রমের বিষয়ে তথ্য উপাত্ত তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুকসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
তৃতীয় পর্যায়ে কুড়িগ্রামে ১২৫৯টি গৃহহীন পরিবার গৃহ পাবেন বলে উল্লেখ করা হয়। ইতোমধ্যে প্রথম পর্যায়ে ১৫৬৯জন, দ্বিতীয় পর্যায়ে ১০৭০জনসহ মোট ৩৮৯৮জন পরিবার গৃহ পাচ্ছেন। জেলায় মোট ৪১২০জন গৃহহীনকে গৃহ প্রদানের টার্গেট নেয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে ১২৫৯জন গৃহ পাবার পর আর মাত্র ২২২জনকে গৃহ প্রদানের জন্য বরাদ্দ চাওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।