আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্ব জনসংখ্যা দিবস পালন

বিশ্ব জনসংখ্যা দিবস পালন

কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসন চত্বরে শোভাযাত্রার পর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, জেলা কনসালটেন্ট ডা. মঞ্জুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপপরিচালক ডা. মীর রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু প্রমুখ।

জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনাসভা শেষে কাজের স্বীকৃতি স্বরুপ নির্বাচিত ১০জন কর্মকর্তা ও কর্মচারীর হাতে পুরস্কার ও সন্দপত্র বিতরণ করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’।

মেহা

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্ব | জনসংখ্যা | দিবস | পালন