ব্রাজিলের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তার এক ম্যাচ পর আজ সকালে কোপা আমেরিকার শেষ চারে খেলা নিশ্চিত করল আর্জেন্টিনা। নারী কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই নিশ্চিত হয়েছে লা আলবিসেলেস্তেদের জয়।
অপরদিকে সেমিফাইনাল নিশ্চিত হলেও ব্রাজিল নিজেদের নির্মম রূপটা ধরে রেখেছে। এবার পেরুকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।
আর্জেন্টিনাকে জিততে বেশ ঘামই ঝরাতে হয়েছে। বলের দখলে ছিল ভেনেজুয়েলা থেকে পিছিয়ে। যদিও প্রতি আক্রমণে ঠিকই ত্রাস ছড়িয়েছে দলটি। ভেনেজুয়েলার প্রতিপক্ষ গোলমুখে শট যেখানে ছিল ৩টি, সেখানে আকাশি-সাদাদের শট ছিল ৫টি।
এই দুই ম্যাচের ফলে ‘বি’ গ্রুপের দুই সেমিফাইনালিস্ট নিশ্চিত হয়ে গেল। নির্ধারিত হয়ে গেল ভেনেজুয়েলার ৫ম স্থান নির্ধারণী ম্যাচে খেলাও।
‘এ’ গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট হচ্ছে, কলম্বিয়া আর প্যারাগুয়ে। আর চিলি খেলবে ৫ম স্থান নির্ধারণীতে।
এই জয়ের ফলে সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।